বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আগামী সোমবার থেকে প্রাথমিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরজন্য ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৩ ফুটবলার। শনিবার বিকেলে এ স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে।
আগামী জুনে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাই পর্বের এ ম্যাচগুলো সবই অনুষ্ঠিত হবে কাতারে।
সবশেষ নেপালের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড কেবল টুটুল হোসেন বাদশা ছাড়া সবাই রয়েছেন। ফিরেছেন তপু বর্মন, ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারেক কাজী ও মোহাম্মদ ইব্রাহিম। চমক বলতে প্রথমবার ডাক পেয়েছেন শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিম। চোটের কারণে স্বাভাবিকভাবেই বাইরে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।
অনূর্ধ্ব-২৩ দল থেকে সিনিয়র দলে সুযোগ করে নিয়েছেন বাংলাদেশ পুলিশের মোহাম্মদ জুয়েল। সিনিয়র দলে ২৮ ফুটবলারের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলে আছেন পাঁচ ফুটবলার নিয়ে গঠিত হয়েছে এ দল।
আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৭ জুন ভারতের বিপক্ষে খেলবে তারা। ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
ক্যাম্পের দল: আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, কাজী তারিক রায়হান, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, জামাল ভূইয়া, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, মোহাম্মদ ইমন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, রেজাউল করিম, হাবিবুর রহমান সোহাগ, সুমন রেজা, মোহাম্মদ জুয়েল।
অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়: মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, ইমরান হাসান রিমন, আবু সাইদ ও ফয়সাল আহমেদ ফাহিম।
Comments