পটুয়াখালীতে উদ্ধার ১৮ ঘুঘু ও ২ ডাহুক পাখি অবমুক্ত

Patuakhali Pic 1233 (08.05.21).jpg
পটুয়াখালী জেলা বন কর্মকর্তার বাসভবনের সামনে উদ্ধারকৃত পাখিগুলো অবমুক্ত করা হয়। ছবি: স্টার

পটুয়াখালী সদর উপজেলার মধ্য ডেউখালি গ্রামের দুই পাখি শিকারির বাড়ি থেকে ১৮টি ঘুঘু ও দুটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো অবমুক্ত করা হয়।

গতকাল পেশাদার পাখি শিকারি হানিফ হাওলাদার ও সুলতান ফকিরের বাড়ি থেকে বন বিভাগের সহায়তায় পাখিগুলো উদ্ধার করেন পটুয়াখালীর পাখি প্রেমীদের সংগঠন ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্যরা।

উদ্ধারকৃত এসব পাখি আজ শনিবার বেলা ১২টার দিকে জেলা বন কর্মকর্তার বাসভবনের সামনে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বন কর্মকর্তা আমিনুল ইসলাম ও প্রণব দাস, এনিমেল লাভারস অব পটুয়াখালী’র সভাপতি নওশীন আফরোজ, সদস্য নাঈম ও আসাদুল্লাহ হাসান মুসা।

সংগঠনটির সভাপতি নওশীন আফরোজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সহায়তায় এসব পাখি উদ্ধার করা হয়। হানিফ হাওলাদার ও সুলতান ফকির আর কখনো পাখি শিকার করবেন না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।’

এর আগেও, বিভিন্ন এলাকার শিকারিদের কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন এনিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্যরা।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago