কাপাসিয়ায় শিশু-বয়স্কদের শপিংমলে না যেতে গণবিজ্ঞপ্তি

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় করোনার সংক্রমণ প্রতিরোধে ঈদুল ফিতরের কেনাকাটায় বাজার ও শপিংমলে শিশু ও বয়স্কদের না যেতে গণবিজ্ঞপ্তি জারি করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন।

একইসঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা কোভিড-১৯ সংক্রমণরোধে এই গণবিজ্ঞপ্তি জারি করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাপাসিয়া উপজেলার সকল বাজারের শপিংমলে ঈদের কেনাকাটার সময় অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে বড়দের সঙ্গে শিশুদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা আছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার বিকেলে কেনাকাটার জন্য কমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে কাপাসিয়া বাজার গেলে করোনা সংক্রমণরোধে সতর্কতার জন্য ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে ১২জন অভিভাবককে পাঁচ হাজার তিনশ টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago