এবার মানুষ ঠেকাতে শিমুলিয়াঘাটে মোতায়েন হচ্ছে ২ প্লাটুন বিজিবি
করোনার সংক্রমণ প্রতিরোধে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষ ঠেকাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে দুই প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হচ্ছে। আগামীকাল রবিবার ভোর থেকে তারা শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর টোল প্লাজারের কাছে দায়িত্ব পালন করবে।
আজ শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে হাজার হাজার মানুষ বেপরোয়াভাবে শিমুলিয়াঘাটে এসে ফেরিতে পদ্মা পার হচ্ছেন। যা ঠেকাতে পুলিশকে সহযোগিতা করবে বিজিবি। এক প্লাটুন পদ্মাসেতুর টোল প্লাজার কাছে থাকবে, আরেক প্লাটুন থাকবে শিমুলিয়াঘাটে।’
উল্লেখ্য, গতকাল শনিবার মধ্যরাতে দিনের বেলা ফেরি বন্ধ রেখে রাতে পণ্যবাহী যানবাহন পারের ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি। এরপরও ঈদে ঘরমুখো মানুষের অত্যধিক চাপ বাড়ে শিমুলিয়াঘাটে। চাপ সামাল দিতে দিনে ৫টি ফেরি চলাচল করে।
Comments