খুলনায় পাটকল শ্রমিকদের ইফতার কর্মসূচিতে পুলিশের বাধা

খুলনায় পাটকল শ্রমিকদের ইফতার কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে খালিশপুরের প্লাটিনাম জুট মিলের সামনের রাস্তায় ইফতারের আয়োজন করেছিল শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। পুলিশ তাদের স্থানীয় কলোনির মাঠে ইফতার করতে বাধ্য করে।
শ্রমিকরা জানান, ঈদের আগেই বকেয়া পাওনার দাবিতে গত ১ মে থেকে তারা আন্দোলন করছেন। আজ তারা রাজপথে ইফতার কর্মসূচির আয়োজন করেছিল। বিকেলে পুলিশ এসে তাদের রাজপথের ইফতার কর্মসূচিতে বাধা দেয়। ইফতারের আগে শ্রমিকদের ধাক্কাধাক্কি করে মিলের মাঠে যেতে বাধ্য করে।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সদস্য নিয়াজ মোর্শেদ দোলন ডেইলি স্টারকে বলেন, ‘আমরা বিআইডিসি রোডে ইফতার কর্মসূচির কথা আগেই পুলিশকে জানিয়েছিলাম। তখন আমাদের কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আজ পুলিশ এসে আমাদের রাস্তা থেকে সরিয়ে কলোনির মাঠে পাঠিয়ে দেয়। পুলিশের ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, পূর্বঘোষিত ইফতার কর্মসূচির আয়োজন করেও পুলিশের তাণ্ডবের মুখে পড়তে হয়েছে। পরে শ্রমিকরা শুধু পানি দিয়ে ইফতার করেছেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘শ্রমিকদের আগেই বলা হয়েছিল কলোনির মাঠে ইফতারের আয়োজন করতে। রাস্তায় ইফতারে জন্য তাদের অনুমতি ছিল না। তাই কলোনির মাঠে যেতে বলা হয়েছিল।’
Comments