বুন্ডেসলিগায় টানা ৯ বার চ্যাম্পিয়ন বায়ার্ন
বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে আজ জিতলেই শিরোপা উল্লাস করার সমীকরণ নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু তাদের উল্লাসের জন্য এতোটা অপেক্ষা করতে হয়নি। কাজটা এগিয়ে দিয়েছে আরবি লাইপজিগ। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারার ফলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় বাভারিয়ানরা।
অবশ্য আগের ম্যাচ শেষেই শিরোপা জয়ের উল্লাস করতে পারতো বায়ার্ন। উৎসবের প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। কিন্তু সহজ সমীকরণে সেদিন বাধ সাধে এফএসভি মেইনজ। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটি চমক দেখিয়ে হারিয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। অপেক্ষা ছিল পরের ম্যাচের। সেতার আর প্রয়োজন হয়নি। মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয় দলটির।
ইদুনা পার্কে শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় লাইপজিগ। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ৩২ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তাই বায়ার্ন শেষ তিনটি ম্যাচ হারলেও তাদের টপকে যাওয়ার সুযোগ নেই লাইপজিগের।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে লাইপজিগ। থর্গান হ্যাজার্ডের পাস থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন মার্কো রিউস। প্রথমার্ধে এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ডর্টমুন্ড। এবার গোল করেন জাডন সাঞ্চো। রাফায়েল গুরেয়েরো কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। ১২ মিনিট পর ব্যবধান কমায় লাইপজিগ। গোল করেন লুকাস ক্লস্তেরমান। ৭৭তম মিনিটে স্প্যানিশ তারকা দানিয়েল ওলমোর গোলে সমতায়ও ফেরে দলটি।
কিন্তু নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ফের গোল করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন সাঞ্চো। গুরেয়েরোর আরও একটি পাস থেকে গোল পান এ ইংলিশ তারকা।
Comments