করোনা নেগেটিভ খালেদা জিয়া
তৃতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া। তার মেডিকেল টিম সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ‘তৃতীয়বার নমুনা পরীক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার নমুনা সংগ্রহ করা হয় এবং রাতে রিপোর্ট দেওয়া হয়।’
এর আগে, দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় খালেদার করোনা শনাক্ত হওয়ার তিন দিন পর গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ এপ্রিল প্রথমবার তার করোনা শনাক্ত হয়। তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং চোখের সমস্যাও আছে।
গত সোমবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে বিএনপির চেয়ারপারসনকে হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নেওয়া হয়।
উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১(১) ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে সরকার গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়।
সিআরপিসির ৪০১(১) ধারায় বলা হয়েছে, ‘যখন কোনো ব্যক্তিকে অপরাধের জন্য শাস্তি প্রদান করা হয়, তখন সরকার যে কোনো সময় শর্ত ছাড়াই অথবা শর্তের বিনিময়ে (দণ্ডিত ব্যক্তি গ্রহণ করে) শাস্তি কার্যকর স্থগিত করতে পারে। অথবা তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তার পুরো বা যে কোনো অংশ স্থগিত করতে পারে।’
পরবর্তীতে, খালেদার কারাদণ্ড স্থগিতের মেয়াদ দুইবার বাড়ানো হয় এবং সরকার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা তার বাড়িতে চিকিৎসা সুবিধা পাবেন এবং তিনি এই সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না।
Comments