ফরিদপুরে বিদেশি পিস্তলসহ আটক ৪
অস্ত্র ক্রয়-বিক্রয়ের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা থেকে চার জনকে আটক করেছে র্যাব-৮ (বরিশাল) ক্যাম্পের একটি দল।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ (বরিশাল) তাদের আটকের খবর নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-৮ (বরিশাল) জানতে পারে—ফরিদপুর কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ডে (ভাঙ্গা রাস্তার মোড়ে) অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এ খবর শুনে র্যাব-৮-এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ঘেরাও করে অস্ত্র ও ম্যাগজিনসহ চার ব্যক্তিকে আটক করে।
আটক চার জন হলেন, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বড় বালিয়াডাঙ্গী গ্রামের মো. শামসু শিকদার (২৭) ও মো. শাহাজান শিকদার (৩৭); করিম মৃধাডাঙ্গী গ্রামের মো. সোহেল শেখ (২৮), এবং ফরিদপুর সদর উপজেলার মকবুল মুন্সীডাঙ্গী গ্রামের মো. পাভেল মুন্সী (২৫)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল ও এক হাজার টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৮ (বরিশাল)-এর ডিএডি মো. রফিকুল ইসলাম বাদী হয়ে এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে ওই চার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।’
তিনি আরও জানান, আজ বিকেলে আসামিদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
Comments