বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন না খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক আজ রবিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে জানান, আমি আমার মতামতে জানিয়েছি, খালেদা জিয়ার দণ্ডাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্থগিত করা হয়েছিল। সেখানে শর্ত ছিল তিনি বিদেশে যেতে পারবেন না। এখন এই শর্ত শিথিলের কোনো সুযোগ নেই। সেজন্যই তার চিকিৎসার জন্য দেশের বাইরে তিনি যেতে পারবেন না।’
বিকেলে আইনমন্ত্রী তার মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।
তবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি মতামতে কী বলেছেন তা জানাতে অস্বীকৃতি জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানাবেন।
ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১ (১) অনুযায়ী সাজা স্থগিত করে সরকার গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়।
পরে তার সাজা স্থগিতের মেয়াদ দুই দফা বাড়ানো হয় এবং সরকার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, এ সময় খালেদা জিয়া তার বাড়িতে চিকিত্সা নিতে পারবেন এবং তিনি এ সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না।
আরও পড়ুন-
আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments