চুয়াডাঙ্গায় ১ কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ ইউপি সদস্য আটক

চুয়াডাঙ্গায় এক কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চুয়াডাঙ্গায় এক কেজি ৬৩ গ্রাম স্বর্ণসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ইউপি সদস্যকে ‘স্বর্ণ চোরাকারবারি’ বলে দাবি করেছে বিজিবি।

আটক ইস্রাফিল হোসেন পুকু (৪৬) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ও গয়েশপুর গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির ঝিনাইদহ মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গয়েশপুর স্কুলপাড়া মাঠে অভিযান চালানো হয়। সেখান থেকে ইউপি সদস্য ইস্রাফিল হোসেন পুকুকে আটক করা হয়।

এতে আরও বলা হয়েছে, আটককৃত ব্যক্তির কাছ থেকে ১ কেজি ৬৩ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।

ইস্রাফিল হোসেন পুকুকে ‘ভারতে স্বর্ণ পাচার চক্রের একজন সদস্য’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৭ লাখ ১৬ হাজার ৭৯৭ টাকা।’

গত রাতেই উদ্ধারকৃত স্বর্ণের বার, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ইস্রাফিল হোসেন পুকুকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

Comments