পেনাল্টি ইস্যুতে রেফারির উপর এবার খেপলেন জিদানও

গত মৌসুমে থেকেই লা লিগার রেফারিং নিয়ে খুব বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রায়ই ম্যাচ শেষেই বিভিন্ন দলের কোচরা রেফারিদের উপর নানাভাবে অভিযোগ করে আসছিলেন। বার্সেলোনার অভিযোগ ছিল সবচেয়ে বেশি। সেখানে ব্যতিক্রম ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু আগের দিন সেভিয়ার সঙ্গে হোঁচট খাওয়ার পর এবার রেফারিকে এক হাত নিয়েছেন এ ফরাসি কোচও।
ছবি: সংগৃহীত

গত মৌসুমে থেকেই লা লিগার রেফারিং নিয়ে খুব বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রায়ই ম্যাচ শেষেই বিভিন্ন দলের কোচরা রেফারিদের উপর নানাভাবে অভিযোগ করে আসছিলেন। বার্সেলোনার অভিযোগ ছিল সবচেয়ে বেশি। সেখানে ব্যতিক্রম ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু আগের দিন সেভিয়ার সঙ্গে হোঁচট খাওয়ার পর এবার রেফারিকে এক হাত নিয়েছেন এ ফরাসি কোচও।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রোববার রাতে সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। বিরতির আগে ফের্নান্দোর গোলে এগিয়ে যায় সেভিয়া। বদলী নেমে নিখুঁত এক শটে দলকে সমতায় মার্কো আসেনসিও। এরপর ইভান রাকিতিচের স্পট কিকে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। তবে শেষ মুহূর্তে এডেন হ্যাজার্ডের গোলে হার এড়ায় স্বাগতিকরা।

শেষ মুহূর্তের গোলে স্বস্তি পেলেও নাটকীয় এ ম্যাচে উত্তেজনা ছিল চরমে। বিশেষ করে সেভিয়ার দ্বিতীয় গোলে। ম্যাচে তখন ১-১ গোলে সমতা। কাউন্টার অ্যাটাক থেকে দারুণ গতিতে বল নিয়ে সেভিয়ার ডি-বক্সে ঢুকে পড়েছিলেন করিম বেনজেমা। কিন্তু গোলরক্ষক বোনোর সঙ্গে সংঘর্ষে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানিয়েছিল দলটি। রিপ্লেতে দেখা যায় তা পেনাল্টিও ছিল। কিন্তু নাটকের শুরু তখন। দেখা যায় বেনজেমা বল পাওয়ার আগে নিজেদের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে লাগে বল। উল্টো পেনাল্টি পেয়ে যায় সেভিয়া।

অথচ দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সে হোয়ান হোরদানের হাতে বল লাগলে পেনাল্টি আবেদন জানিয়েছিল রিয়াল। তখন অবশ্য বিষয়টি এড়িয়ে যান রেফারি। কারণ এ সময়ে হোরদানের হাত বাড়ানো ছিল না। কিন্তু বলে হেড দিতে গিয়ে হাত বাড়ান মিলিতাও। রিপ্লেতে দেখে মনে হয়েছে, যেন ইচ্ছা করেই এমনটা করেছেন এ ব্রাজিলিয়ান। যে কারণে সিদ্ধান্ত যায় সেভিয়ার পক্ষে।

আর সে স্পটকিক থেকে গোল আদায় করে নিতে কোনো ভুল করেননি সেভিয়ার সাবেক বার্সা তারকা ইভান রাকিতিচ। রেফারির এমন সিদ্ধান্তে বেজায় খেপেছেন জিদান, 'আমি রেফারির কাছে এর ব্যাখ্যা চেয়েছিলাম। সে আমাকে বলে, মিলিতাওয়েরটা হ্যান্ডবল ছিল, কিন্তু সে আমাকে সন্তুষ্ট করতে পারেনি। আমি কখনও রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করি না, কিন্তু আজ আমি রাগান্বিত। এটা খুবই জটিল ব্যাপার। তবে যা হওয়ার হয়েছে।'

সেভিয়ার বিপক্ষে জয় তুলে এগিয়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে না পারলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন জিদান, 'আমি আসলে রেফারি কি বলেছে তা কিছুই বুঝিনি। যদি মিলতাওয়েরটা হ্যান্ডবল হয় তাহলে সেভিয়ারটাও হবে। আমাকে এর বেশি কিছু জিজ্ঞাসা করবেন না। আমি যা বলার বলেছি। তাদের আমাকে হ্যান্ডবলের নিয়ম ব্যাখ্যা করে জানাতে হবে। এটাই। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।'

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

7h ago