কক্সবাজারে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০০, রোহিঙ্গা ১১
কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১০০ জন মারা গেছেন। তাদের মধ্যে রোহিঙ্গা আছেন ১১ জন।
আজ সোমবার কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা সিভিল সার্জন মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত বছরের মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় এ পর্যন্ত ১০০ জন মারা গেছেন। তাদের মধ্যে রোহিঙ্গা ১১ জন। সর্বশেষ গতকাল রোববার কক্সবাজার জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা গেছেন।'
সিভিল সার্জন জানান, জেলার আট উপজেলায় সবচেয়ে বেশি মারা গেছে কক্সবাজার সদরে ৫৩ জন। এ ছাড়া চকরিয়ায় ১০, পেকুয়ায় তিন, কুতুবদিয়ায় দুই, মহেশখালীতে দুই, রামুতে পাঁচ, উখিয়ায় ১৪ ও টেকনাফ উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় মারা যাওয়া ১১ রোহিঙ্গার মধ্যে উখিয়ার বিভিন্ন ক্যাম্পের ১০ জন ও একজন টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বলে জানান তিনি।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট আট হাজার ৭৫৮ জন। তাদের মধ্যে রোহিঙ্গা ৬৭৫ জন।
Comments