ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জে ১৫ মে পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার থেকে ১৫ মে পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য ১০ মে সকাল ৬টা থেকে ১৫ মে রাত ১০টা পর্যন্ত আশুগঞ্জ গ্যাস কমপ্রেসর স্টেশন থেকে আংশিক বা সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদ-উল-ফিতরের দিন এবং পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকার ফলে গ্যাস সরবরাহ স্থগিত করা হবে বলেও তিতাস গ্যাস কোম্পানি বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এর ফলে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
Comments