ফিরিয়ে দেওয়া হচ্ছে পাটুরিয়াগামী গাড়ি, তবুও ঘাটে মানুষের ভিড়
ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বিজিবির চেক পোস্ট থেকে পাটুরিয়া ঘাটগামী গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে তিনটি ফেরি পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। প্রতিটি ফেরিতেই অ্যাম্বুলেন্সের পাশাপাশি ছোট গাড়ি, মোটরসাইকেল ও যাত্রী ছিল।
ঢাকা-পাটুরিয়া মহাসড়কের টেপড়া এলাকায় বিজিবির চেক পোস্ট বসানো হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রুহুল আমিন রিমন অবস্থান করছেন চেক পোস্টে।
চেক পোস্ট থেকে অনেক গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রুহুল আমিন রিমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দিনের বেলায় প্রাইভেট কার বা অন্য কোনো গাড়ি পাটুরিয়া ঘাটে যেতে দেওয়া হবে না। তা নিশ্চিত করতেই চেক পোস্টে রয়েছি।’
সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছেন অনেক মানুষ। মহাসড়কে অনেক প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল দেখা গেছে।
যেখানে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তারা ১০ কিলোমিটার হেঁটে পাটুরিয়া ঘাটে আসছেন। বিকল্প পথে কিছু সংখ্যক সিএনজি ও মোটরসাইকেলে যাত্রীদের ঘাটে আসতে দেখা যাচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘যথারীতি নিয়ম অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত দুই-তিনটি ফেরিতে অ্যাম্বুলেন্স পার করানো হবে। এর সঙ্গে যাত্রী ও কিছু সংখ্যক ছোট গাড়িও পার হয়।’
Comments