চাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে ৩ থেকে ৫ বছর লাগতে পারে: কৃষিমন্ত্রী
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে সরকার আগের অবস্থান থেকে সরে এসেছে। আজ মঙ্গলবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এক সংবাদ সন্মেলনে বলেছেন, চাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে।
দেশের অন্যতম প্রধান ধান বোরো উৎপাদনের পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ব্রি নতুন জাতের একটি ধান উদ্ভাবন করা হয়েছে যেটার ফলন আগের জাতগুলোর তুলনায় অনেক বেশি। সেটার যখন ব্যাপকভাবে ব্যবহার শুরু হবে তখন আর দেশের বাইরে থেকে চাল আমদানি করতে হবে না।
এর আগে বিভিন্ন সময় সরকারের মন্ত্রীরা বলেছেন, দেশ এখন চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সরকার চাল রপ্তানির
চিন্তা করছে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের চাল রপ্তানির ফাইলওয়ার্ক করতে দেখা গেছে।
তবে দেখা গেছে, দুই-তিন বছর পর পর নানা প্রাকৃতিক দুর্যোগে ধান উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে তখন সরকার ও বেসরকারি খাত চাল আমদানি শুরু করেছে। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে চালের আমদানি শুল্কও কমিয়ে দিতে হয়েছে।
Comments