বৃষ্টি উপেক্ষা করেই ছুটছেন যাত্রীরা

বৃষ্টি উপেক্ষা করেই পাটুরিয়া ঘাটে ফেরি হচ্ছেন ঈদে ঘরমুখী মানুষ। ছবি: স্টার

করোনাভাইরাসের সংক্রমণ, ঝড়ো হাওয়া ও বৃষ্টি—কোনো কিছুই আটকাতে পারছে না ঈদের আগে ঘরমুখো যাত্রীদের। পাটুরিয়া ঘাট হয়ে নদী পার হয়ে তারা যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই ছুটছেন নারী, শিশু, বৃদ্ধ।

বৃষ্টি উপেক্ষা করে পাটুরিয়া ঘাটে ফেরি পারের জন্য ছুটছে ঘরমুখো মানুষ। ছবি: স্টার

মহাসড়কে বিজিবির চেকপোস্ট এড়িয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা পৌঁছাচ্ছেন পাটুরিয়া ফেরিঘাটে। এরপর ঘাট পার হয়ে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা। উদ্দেশ্য, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

তাদের চলার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না বিআইডব্লিউটিসি কিংবা স্থানীয় প্রশাসন। মানবিক কারণে অধিকাংশ ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ।

বৃষ্টি উপেক্ষা করে পাটুরিয়া ঘাটে ফেরি পারের জন্য ছুটছে ঘরমুখো মানুষ। ছবি: স্টার

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘দিনে শুধু অ্যাম্বুলেন্স পার করার কথা। তবে, অ্যাম্বুলেন্স বহনকারী ফেরিতে যাত্রী ও যানবাহন পার করা হয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।’

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

24m ago