ভোমরা বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় কাস্টমস ও ইমিগ্রেশন কার্যালয় খোলা থাকবে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, আজ থেকে ভোমরা বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৬ মে থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার জানান, ভোমরা ইমিগ্রেশন
দিয়ে বর্তমানে পার্সপোটধারী যাত্রী যাতায়াত বন্ধ আছে। তবুও, ইমিগ্রেশন বন্ধের কোনো নির্দেশনা নেই।
ভোমরা কাস্টমস সহকারী কমিশনার আমির মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে কাস্টমস কার্যালয় খোলা থাকবে।'
Comments