পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত
পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে চার জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
পাবনার সাঁথিয়া উপজেলায় বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছেন। নিহতরা হলেন--উপজেলার ছোট পাথাইল গ্রামের ইমরান হোসেন (১৮) ও আফ্রা গ্রামের আরিফ হোসেন (১৫)। তারা দুজনেই বজ্রপাতের সময় মাঠে কাজ করছিল বলে পুলিশ জানায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাত হয়। এ সময় ইমরান বাড়ির জমি থেকে বেগুন তুলছিল এবং আরিফ বাঙ্গি খেত থেকে বাঙ্গি তুলছিল। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ঘটনাস্থলে নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আজ দুপুরে বজ্রপাতে এক গৃহবধূসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন--উপজেলার দক্ষিণ পাঁকা-নিশিপাড়া গ্রামের খাইরুল ইসলাম (৩৫) ও কালিচক গ্রামের সালমা বেগম (২৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, খাইরুল ইসলাম জমি থেকে বাড়ি ফেরার সময় মারা যান। আর, কালিচক গ্রামে দুপুর দেড়টার দিকে সালমা বেগম আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
Comments