পা ফেলার জায়গা নেই শিমুলিয়া ঘাটে
ঘরমুখী মানুষের ভিড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পা ফেলার জায়গা নেই। ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক যানবাহন। অপেক্ষায় রয়েছে লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুলেন্স। আজ বুধবার সকাল সোয়া ১০টায় দিকে এ দৃশ্য দেখা যায়।
বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবু ঘাটে মানুষের ভিড় সামলানো যাচ্ছে না।’
মাওয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল কবীর ডেইলি স্টারকে বলেন, ‘শিমুলিয়াঘাটে ভোর থেকে যাত্রীদের ঢল নামে। দল বেঁধে তারা পদ্মা পারের জন্য আসছেন। ১৫টি ফেরি চলাচল করছে, তবু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন না। অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িকে প্রধান্য দিয়ে এরপর অন্যান্য গাড়ি পার হচ্ছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ি ও ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে যাত্রী বহন করায় গভীর রাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে সাতটি ট্রলার জব্দ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী তিনটি ট্রলার থেকে তিন শতাধিক যাত্রীকে পুশব্যাক করা হয়েছে।’
Comments