ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। আজ বুধবার বেলা ১২টার দিকে এ চিত্র দেখা গেছে।
আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেলা সাড়ে ১১টার চিত্র। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। আজ বুধবার বেলা ১২টার দিকে এ চিত্র দেখা গেছে।

গতকালের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া, করটিয়া বাইপাস, আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস ও এলেঙ্গায় শত শত মানুষকে যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেলা সাড়ে ১১টার চিত্র। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা হয়েছেন মোশারফ হোসেন। টাঙ্গাইল বাইপাসে তিনি যাত্রা বিরতিতে দাঁড়ান। মোশারফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মালিবাগ থেকে থেকে মাইক্রোবাসে রওনা দিয়েছিলাম রাত ৯টায়। সকাল ৯টায় টাঙ্গাইল বাইপাসে পৌঁছালাম। রাস্তায় প্রচুর যানজট ছিল, জানি না কখন বাড়ি পৌঁছাব।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ডেইলি স্টারকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। ভোররাতে গাড়ির চাপ আরও বেড়েছিল। বেশ কয়েকটি ছোট ছোট দুর্ঘটনার কারণে মূলত যানজটের সৃষ্টি হয়েছিল। এখনও মহাসড়কে গাড়ির চাপ রয়েছে, তবে কোথাও থেমে নেই।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago