বার্সার আর সম্ভাবনা দেখছেন না বুসকেতস

স্বপ্নের মতো নতুন বছরটা শুরু হয়েছিল বার্সেলোনার। একসময় পুরো ইউরোপে তারাই একমাত্র অপরাজিত দল ছিল। অথচ শেষ চার ম্যাচে তাদের জয় মাত্র একটি। তিন তিনবার শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে তারা। আগের দিন শেষ পেরেকটা ঠুকে দেয় লেভান্তে। তাতে লিগ জয়ের আর কোনো আশাই দেখছেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় সের্জিও বুসকেতস।
ছবি: সংগৃহীত

স্বপ্নের মতো নতুন বছরটা শুরু হয়েছিল বার্সেলোনার। একসময় পুরো ইউরোপে তারাই একমাত্র অপরাজিত দল ছিল। অথচ শেষ চার ম্যাচে তাদের জয় মাত্র একটি। তিন তিনবার শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করেছে তারা। আগের দিন শেষ পেরেকটা ঠুকে দেয় লেভান্তে। তাতে লিগ জয়ের আর কোনো আশাই দেখছেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় সের্জিও বুসকেতস।

মঙ্গলবার রাতে লেভান্তের মাঠে ৩-৩ গোলে ড্র করে বার্সেলোনা। মেসির দারুণ একটি গোলের পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রি। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দারুণ দুটি গোল করে দলকে সমতায় ফেরান গনজালো মেলেরো ও হোসে লুইস মোরালেস। এরপর বার্সাকে আবার এগিয়ে দিয়েছিলেন উসমান দেম্বেলে। কিন্তু ৮৩তম মিনিটে সের্জিও লিওনের গোলে স্তব্ধ হয়ে যায় বার্সা শিবির।

এ হারের পরও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। তবে এক ম্যাচ কম খেলেছে রিয়াল। আগামীকাল গ্রানাদার বিপক্ষে জয় পেলেই ফের বার্সাকে টপকে যাবে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

ফলে শেষ দুটি ম্যাচ জিতলেও লিগ জয়ের খুব একটা আশা নেই, তা ভালোভাবেই বুঝতে পেরেছেন বুসকেতস, 'আমাদের আর বেশি সুযোগ নেই। সবকিছুই নির্ভর করছে বাকিরা (রিয়াল ও অ্যাতলেতিকো) কী করে তার উপর। কিন্তু বেশি পয়েন্টের খেলাও বাকি নেই আর।'

অথচ গল্পটা অন্যরকম হওয়ার কথা ছিল। লেভান্তেকে হারিয়ে অ্যাতলেতিকো ও রিয়ালকে চাপে রাখার বড় সুযোগ ছিল তাদের। শুরুটাও ছিল দুর্দান্ত। প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর লেভান্তে সমতায় ফিরলেও বার্সা এগিয়ে যায় আবার। কিন্তু তারপরও হোঁচট খায় কাতালানরা।

সবমিলিয়ে তাই দারুণ হতাশ বুসকেতস, 'আমরা দারুণ শুরু করেছিলাম এবং এগিয়েও গিয়েছিলাম। কিন্তু শেষে সেটাই হয়েছে যা গোটা মৌসুম ধরে হয়ে আসছে। আমরা ভুল করেছি এবং প্রতিপক্ষ খুব সহজেই গোল করতে পেরেছে। দ্বিতীয়ার্ধে আমরা মোটেও ভালো খেলিনি। তারাও ভালো করেছে এবং ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। এমন সময় ছিল, যখন আমরা বেশ ভালোই খেলছিলাম, কিন্তু আজকের ম্যাচের পর অমনটা আর বলা যায় না।'

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago