কুশল পেরেরার নেতৃত্বে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা
চলতি মাসের শেষেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এ সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তাতে সবচেয়ে বড় চমক অধিনায়ক পরিবর্তন। দিমুথ কারুনারাত্নেকে সরিয়ে নেতৃত্বের দায়িত্ব নেওয়া হয়েছে কুশল পেরেরাকে। তার সহকারী হিসেবে থাকছেন কুশল মেন্ডিস।
তবে অধিনায়কের বদলই নয়, এ সিরিজে অভিজ্ঞ ও নিয়মিত মুখের অনেককেই বাদ দিয়েছে তারা। প্রায় নবীন দল নিয়েই বাংলাদেশে আসছে দলটি। ১৮ সদস্যের দলেও জায়গা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরামান্নের মতো ক্রিকেটারদের। মূলত গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বর্ণহীন পারফরম্যান্সের কারণে তাদের বাদ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
তাদের শূন্যতা পূরণ করতে শিরান ফের্নান্দো, চামিকা কারুনারাত্নে, বিনুরা ফের্নান্দোদের মতো তরুণদের প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রত্যাশা পূরণ করতে পারায় আসিথ ফের্নান্দো, দানুস্কা গুনাথিলাকা, ভানিন্দু হাসারাঙ্গা ও এসেন বান্দারাও ধরে রেখেছেন তাদের জায়গা।
উল্লেখ্য, মিরপুরে আগামী ২৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ। বাকী দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তবে এ সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় পা রাখবে লঙ্কান বাহিনী।
বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা স্কোয়াড
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, দানুশকা গুনাথিকালাকা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, আসিথা ফের্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফের্নান্দো ও শিরান ফের্নান্দো।
Comments