ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে বিরল কীর্তি গড়া সেই ৩ পাকিস্তানি বোলার

সীমিত ওভারের সংস্করণে র‍্যাঙ্কিং আপডেট করা হয়েছে আগেই। জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে সিরিজ চলায় অপেক্ষা ছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ের। বুধবার সেটাও আপডেট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও নুমান আলি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিনজনই উঠেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে।
ছবি: সংগৃহীত

সীমিত ওভারের সংস্করণে র‍্যাঙ্কিং আপডেট করা হয়েছে আগেই। জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে সিরিজ চলায় অপেক্ষা ছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ের। বুধবার সেটাও আপডেট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেয়েছেন হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও নুমান আলি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিনজনই উঠেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে।

হারারেতে দ্বিতীয় টেস্টে বিরল এক কীর্তি গড়েছিলেন পাকিস্তানের এ তিন বোলার। প্রত্যেকেই পেয়েছেন পাঁচ উইকেটের স্বাদ। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা হয়েছে মাত্র ষষ্ঠবার। আর পাকিস্তানের ক্রিকেটে প্রথম। প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট পাওয়া হাসান র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ছয় ধাপ। আছেন ১৪ নম্বরে। দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ৫ উইকেট নিয়ে নয় ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন তরুণ পেসার আফ্রিদি।

তবে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন স্পিনার নুমান। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট নেওয়া এ স্পিনার ৪৬ ধাপ এগিয়ে আছেন ৫৪ নম্বরে। সে টেস্টে দারুণ ব্যাটিংও করেছিলেন তিনি। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে নার্ভাস নাইন্টিজে আউট হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে পেয়েছেন পুরষ্কার। ১০৪ বলে ৯৭ রানের ইনিংসের জন্য ৩৫ ধাপ এগিয়ে ১১৬ স্থানে উঠে এসেছেন তিনি।

দ্বিতীয় টেস্টে অসাধারণ এক ইনিংস খেলেছিলেন আবিদ আলী। অপরাজিত ২১৫ রানের ইনিংস খেলে এ ওপেনার র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৩৮ ধাপ এগিয়ে আছেন ৪০তম স্থানে। উন্নতি হয়েছে সাবেক অধিনায়ক আজহার আলীরও। ১২৬ রানের ইনিংসে ১৬তম স্থানে উঠে এসেছেন আজহার আলি। তবে জিম্বাবুয়েতে বিবর্ণ ব্যাটিংয়ে পিছিয়েছেন হালের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নেমে গেছেন ১০ নম্বরে।

জিম্বাবুয়ের খেলোয়াড়দের মধ্যে গিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রেজিস চাকাভা। ৮২ রানে ৩ উইকেট নেওয়া মুজারাবানি উঠে এসেছেন ৫১তম স্থানে। ৩৩ ও ৮০ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে ৮১ নম্বরে আছেন চাকাভা।

ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার আছে শীর্ষে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago