বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত
ঈদ উদযাপনে গ্রামের বাড়ি যাওয়ার পথে বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পোশাক শ্রমিক ঝালকাঠির কাঠালিয়া থানার বাসিন্দা আল আমিন (৩২) ও বরিশালের বিমানবন্দর থানার গজালিয়া এলাকার বাসিন্দা রাকিবুল হাসান (৩৪)।
গৌরনদী থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘তারা ভেঙে ভেঙে (বিভিন্ন গাড়িতে করে) চট্টগ্রাম থেকে বরিশাল যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি বাসের সঙ্গে তাদের বহনকারী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আরেক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও থ্রি-হুইলার আটক করা হয়েছে। তবে থ্রি-হুইলারের ড্রাইভার পালিয়ে গেছেন।
Comments