ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

বিকাল সোয়া ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকার চিত্র। ছবি: সংগৃহীত

সারাদিন যানবাহনের প্রচণ্ড চাপের পর দেশের উত্তরাঞ্চলের গেট হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বিকেল থেকে প্রায় ফাঁকা।

বিকেল সাড়ে ৫টায় মহাসড়কে গিয়ে দেখা যায় ঈদে ঘরে ফেরা মানুষ নিয়ে অল্প কিছু যানবাহন চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও বিকেলে তা একদম কমে গেছে। এখন বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিক ভাবে যানবাহন চলছে। তবে রাতে আবার যানবাহনের সংখ্যা বাড়তে পারে।’

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি জেলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটিসহ মোট ২৬টি জেলার প্রায় ১১৬টি রুটের যানবাহন চলাচল করে।

অতিরিক্ত যানবাহনের চাপে প্রতি ঈদেই এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ।

স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে ১৫ থেকে ২০ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হলেও ঈদ উপলক্ষে তা কেড়ে যায় কয়েকগুণ।

আরও পড়ুন:

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড সংখ্যক ৫১,৯৪২ যানবাহন পারাপার

 

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago