প্রবাসে

লিসবনে ফুটবলপ্রেমীদের চ্যাম্পিয়নশিপ উদযাপন

পুরো লিসবন জুড়ে গতকাল মঙ্গলবার রাতে ১৯ বছরের স্পোর্টিং সিপির প্রথম চ্যাম্পিয়নশিপের শিরোপা উদযাপন করতে ক্লাবটির সমর্থকরা কভিড- ১৯ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে আনন্দ মিছিল করে।
ছবি: সংগৃহীত

পুরো লিসবন জুড়ে গতকাল মঙ্গলবার রাতে ১৯ বছরের স্পোর্টিং সিপির প্রথম চ্যাম্পিয়নশিপের শিরোপা উদযাপন করতে ক্লাবটির সমর্থকরা কভিড- ১৯ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে আনন্দ মিছিল করে।

বোভিস্টার এর বিপক্ষে স্পোর্টিং এর ১-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার আগে হাজার হাজার স্পোর্টিং ভক্ত স্টেডিয়াম জোসে আলভালাদির বাইরে জড়ো হয়েছিল। এই জয় উদযাপনে ২০০২ সালের পর থেকেই সারা দেশের স্পোর্টিং ভক্তরা অপেক্ষায় ছিলেন।

করোনার কারণে পুলিশ শক্ত অবস্থান নেয়। কয়েকটি মেট্রো লাইনও সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়। সাধারণ মানুষ এবং সমর্থকরা পায়ে হেঁটে বাসায় ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একসময় ভক্ত এবং পুলিশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ।

বিশেষজ্ঞরা মনে করেন, স্টেডিয়ামের বাইরে এবং শহর জুড়ে ক্লাবটির সমর্থকরা যে ভীড় জমিয়েছে তাতে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

লিসবন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধ্যাপক মিগুয়েল প্রুডানসিও বলেন,

এটি আমাদের দেশের স্বাস্থ্য সুরক্ষার জন্য উদ্বেগজনক। যারা ফুটবল অনুসরণ করে তাদের জানা উচিত ছিল মঙ্গলবার রাতে ক্লাবটির চ্যাম্পিয়ন হলে ভক্তদের ভীড় তৈরির সম্ভাবনা আছে- এমনকি এসএল বেনফিকা বা এফসি পোর্তো লীগ জিতলে তার চেয়েও বেশি।

লেখক: গণমাধ্যমকর্মী, পর্তুগাল

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago