গলাচিপায় গরু চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
গরু চুরির অভিযোগে এলাকাবাসীর পিটুনিতে আল আমীন সর্দার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চর কাজল ইউনিয়নের গ্যাস ফিল্ডের কাছে আল আমীন সর্দার ২টি গরু ট্রলার থেকে নামাচ্ছিল। এ সময় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা দেখতে পেয়ে চিৎকার দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আল আমীনকে আটক করে পিটুনি দেয়।
চর কাজল ইউনিয়নের দফাদার মাসুদ পারভেজ জানান, আল আমীন ট্রলার থেকে গরু নামানোর সময় ২টি গরুসহ এলাকাবাসী আটক করে পিটুনি দিলে তার মৃত্যু হয়।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, আল আমীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, জানান ওসি।
Comments