জাতীয় ও আন্তর্জাতিক সব আশঙ্কা ভুল প্রমাণ করে মহামারির মধ্যেও দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। সময় হয়েছে পরিসংখ্যানের খাতা থেকে বের হয়ে তাদের জীবন ও কর্মকাণ্ড বিবেচনা করার।
আজকের স্টার কানেক্ট-এ প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অবদান নিয়ে দ্য ডেইলি স্টারের সাংবাদিক অনন্ত ইউসুফ কথা বলছেন সাংবাদিক ও প্রবাসী বিশেষজ্ঞ শরিফুল হাসানের সঙ্গে।
Chinese Ambassador to Bangladesh Li Jiming has claimed that Washington is spreading “lies” about “forced labour” in China’s Xinjian, and warned that if Bangladesh is not cautious enough, the “lies” may hurt the Bangladeshi RMG industry.
Comments