আখাউড়া স্থলবন্দর ৪ দিন বন্ধ

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজ বৃহস্পতিবার থেকে আগামী চার দিন বন্ধ থাকছে। সেসময় বাংলাদেশ-ভারত উভয় দেশে কোনো প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না।
ভারত-বাংলাদেশ দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিমুখী এই বন্দরটির কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনে দায়িত্বরত কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মিয়া নাজমুল হোসাইন টানা চার দিন স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হবে।’
আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ডেইলি স্টারকে বলেন, ‘১৩ মে থেকে আগামী ১৬ মে পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না। ছুটি শেষে আগামী ১৭ মে থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’
ভারত থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি একেবারে শূন্যের কোটায় হওয়ায় বন্দরটিকে দেশের শতভাগ রপ্তানিমুখী স্থলবন্দর হিসেবে বিবেচনা করা হয়। এই বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ নানা পণ্য প্রতিদিন রপ্তানি হয় ভারতে।
রপ্তানির পর সেসব পণ্য ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য— ত্রিপুরা, আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে সরবরাহ করা হয়।
Comments