শিমুলিয়া ঘাটে কমেছে ভিড়, শৃঙ্খলা আনতে বিজিবি-পুলিশের কড়াকড়ি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড় কমেছে। তবে এখনো তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় এ দৃশ্য দেখা যায়। ঘাটে শৃঙ্খলা ফেরাতে শতাধিক পুলিশ ও বিজিবির সদস্য কাজ করছেন। বিশৃঙ্খলভাবে কোনো যানবাহন ঘাট এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাত্রীরাও শৃঙ্খলিতভাবে ফেরিতে উঠছেন।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড় কমেছে। ঘাটে শৃঙ্খলা ফেরাতে শতাধিক পুলিশ ও বিজিবির সদস্য কাজ করছেন। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় তোলা। ছবি: স্টার

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড় কমেছে। তবে এখনো তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় এ দৃশ্য দেখা যায়। ঘাটে শৃঙ্খলা ফেরাতে শতাধিক পুলিশ ও বিজিবির সদস্য কাজ করছেন। বিশৃঙ্খলভাবে কোনো যানবাহন ঘাট এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাত্রীরাও শৃঙ্খলিতভাবে ফেরিতে উঠছেন।

মাদারীপুরের বাংলাবাজার থেকে আসা যানবাহন ও মানুষ নামার পরে শিমুলিয়া ঘাটের যাত্রীদের ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানিয়েছেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রীদের ভিড় কম থাকায় গত কয়েক দিনের তুলনায় সময় কম লাগছে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে শৃঙ্খলা আনতে বিজিবি-পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। বিশৃঙ্খলভাবে কোনো যানবাহন ঘাট এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় তোলা। ছবি: স্টার

মাওয়া ট্রাফিক বিভাগের ইনস্পেকটর হিলাল উদ্দিন বলেন, ঘাট এলাকায় দুই শতাধিক প্রাইভেটকার ও দেড় শ ট্রাক পারের অপেক্ষায় আছে। লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলোকে অগ্রাধিকার দিয়ে আগে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (অপরাধ ও প্রশাসন) মাহফুজ আফজাল দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ৯টা পর্যন্ত সাতটি ফেরিতে শুধু যাত্রীই পার হয়েছেন। ৯টার পর থেকে যানবাহন পার করা হচ্ছে। যে কারণে এখন তেমন ভিড় নেই।

মাওয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, ট্রলার যেন চলাচল করতে না পারে সে জন্য নদীতে টহল অব্যাহত রয়েছে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago