আরও ৩ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরার সুযোগ
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের কথা বিবেচনা করে আরও তিনটি স্থলবন্দর দিয়ে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১৬ মে থেকে দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশিরা ভারত থেকে ফিরতে পারবেন।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভারতে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল প্রতিবেশী দেশটির সঙ্গে যাত্রী চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। এই সময় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা বেনাপোল, বুড়িমারি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছিল।
ভারতফেরত প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করতে গিয়ে অত্যধিক চাপের মুখে পড়েছে যশোর জেলা প্রশাসন। যে কারণে কিছু দিনের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ বন্ধ করার কথাও ভাবছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments