অনেকটাই ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, চলছে দূরপাল্লার বাসও

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ছবিটি তোলা হয়েছে আজ সকাল সাড়ে ১০টায়। ১৩ মে ২০২১। ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে।

গত কয়েকদিনের দুর্ভোগের পর আজ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় দূরপাল্লার বাস চলতে দেখা গেছে। ছবিটি তোলা হয়েছে আজ সকাল সাড়ে ১০টায়। ১৩ মে ২০২১। ছবি: সংগৃহীত

রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, ট্রাক, পিক আপ ও লোকাল বাসের পাশাপাশি আজও কিছু দূরপাল্লার বাসও চলতে দেখা গেছে।

সকালে সরে জমিনে দেখা গেছে, সদাব্যস্ত এই মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। কোথাও গাড়ির ধীরগতি বা যানজট দেখা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইন-চার্জ ইয়াসির আরাফাত সকাল ১১টায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শেষ দিনের ঈদ যাত্রায় মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। আজকে তেমন যাত্রী বা গাড়ির চাপ দেখা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে পারে।’

দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকায় গত কয়েকদিন যাত্রীদের চরম বিপাকে পড়তে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির জন্য অপেক্ষা করেন হাজারো ঘরমুখো মানুষ। দীর্ঘ সময়েও গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফেরায় সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি রক্ষা না করায় করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন অনেকে।

আরও পড়ুন:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড সংখ্যক ৫১,৯৪২ যানবাহন পারাপার

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago