চাঁদপুরের ৩৫ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছেন চাঁদপুরের পাঁচ উপজেলার অন্তত ৩৫ গ্রামের অধিকাংশ বাসিন্দা। এসব গ্রামে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ যারা ঈদ উদযাপন করছেন, তারা সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক ১৯৩১ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে দুই ঈদসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পালনের রীতি চালু করেন। তার অনুসারী চাঁদপুরের ফরিদগঞ্জের ১০টি গ্রাম, হাজীগঞ্জের আটটি গ্রাম, মতলব উত্তরের নয়টি গ্রাম, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের প্রায় অর্ধলাখ মানুষ গতকাল ৩০ রোজা পূর্ণ করে আজ ঈদুল ফিতর উদযাপন করেছেন।
এ বিষয়ে সাদ্রা দরবার শরীফের বড় পীর ড. বাকী বিল্লা মিসকাত চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে আমরা তা পালন করার সিদ্ধান্ত নিয়ে থাকি।’
আফ্রিকা ও নাইজেরিয়ার চাঁদ দেখা যাওয়ায় গতকাল বুধবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা ও সুরঙ্গচাইল গ্রামের অনেকেই ঈদুল ফিতর উদযাপন করেছেন।
Comments