প্রবাসে

পর্তুগালে ঈদ উদযাপন

ঈদের নামাজে পর্তুগাল প্রবাসীরা। ছবি: মনির হোসেন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঈদের আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে প্রবাসীদের মনেও। তবে, পর্তুগালে করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় আজ বৃহস্পতিবার দেশটিতে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

দেশটির বিভিন্ন অঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপন করেছেন। সরকারের সব নিয়মনীতি মেনে খোলা মাঠে হাজারো বাংলাদেশি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় সময় আজ সকাল ৮টায় পর্তুগালের রাজধানী লিসবনের মার্তৃমনিজ পার্কে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঈদের জামাতে অংশ নেন হাজারো বাংলাদেশি। নামাজ শুরুর আগে বয়ান করেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের খতিব মাওলানা আবু সাঈদ।

ঈদের নামাজে পর্তুগাল প্রবাসীরা। ছবি: মনির হোসেন

এ ছাড়াও, পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে বাংলাদেশিসহ অংশ নেন পর্তুগালে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। লিসবনের মার্তৃমনিজ পার্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ছাড়াও পর্তুগালের সেন্ট্রাল মসজিদ লিসবনে ঈদ জামাতে অংশ নেন পর্তুগালে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। রাজধানী লিসবন ছাড়াও পর্তুগালের পোর্তো, আলগ্রাভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেছেন।

পর্তুগালে প্রতিনিয়ত বাংলাদেশি পরিবারের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বিশেষ দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উদযাপনের আমেজও। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন স্থানীয় পর্তুগিজ নাগরিকরাও।

মনির হোসেন: পর্তুগাল প্রবাসী

আরও পড়ুন:

পর্তুগালে সবচেয়ে বড় ঈদ জামাতের অনুমতি

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago