সিরাজগঞ্জ মহাসড়ক অনেকটাই ফাঁকা

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল দিন ও রাতব্যাপী যানবাহনের ভিড় থাকলেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই সড়ক ফাঁকা হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ফাঁকা হয়ে যায় এই মহাসড়ক।
এর আগে গতকাল সকাল থেকে ঈদে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘরমুখো মানুষের চাপে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দিনভর ছিল যানজট। ট্রাক, মাইক্রোবাস, কার, মোটরসাইকেল এমনকি দূরপাল্লার বাসেও ঘরমুখো মানুষ ফিরতে শুরু করে। এতে করে গতকাল সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে গাড়ির চাপ বাড়ে।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে থাকে। গাড়ির চাপ আজ ভোর পর্যন্ত ছিল। তবে, ভোরের পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ফাঁকা হতে শুরু করে মহাসড়ক।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এখন যান চলাচল অনেক কম।’
মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও মহাসড়কে ঘরমুখো মানুষের চাপে যানবাহনের চাপও বাড়ে। যে যেভাবে পেরেছে ঘরে ফিরেছে। বেশিরভাগ মানুষ ট্রাকে করে গিয়েছেন। এ ছাড়াও, মাইক্রোবাস, গাড়িসহ বিভিন্ন যানবাহনে উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় যান তারা। গতকাল নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার অনেক বাসও চলাচল করেছে।
গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু হয়ে প্রায় লক্ষাধিক গাড়ি পারাপার করেছে বলে জানান ওসি।
Comments