মিতু হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে সাইদুল
মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
গতকাল বুধবার তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সিএমপি’র সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমেদ জানান, সাইদুলের সাত দিনের রিমান্ড প্রার্থনা করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৬ সালের ৫ জুন হত্যা করা হয় মিতুকে। মিতুর বাবা ও সাবেক এসপি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ গতকাল বাবুল আক্তারসহ আট জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
মিতু হত্যা মামলার আসামি সাইদুল গ্রেপ্তার
মিতু হত্যা: শ্বশুরের করা মামলায় বাবুল আক্তার আদালতে
Comments