ঈদের জামাতে করোনামুক্তির প্রার্থনা
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজের জামাত। ৩০ দিন সিয়াম সাধনার পর আজ শুক্রবার মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন।
বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে মোনাজাতে দেশের মানুষের করোনামুক্তির জন্যে প্রার্থনা করা হয়েছে।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চতুর্থ এবং পৌনে ১১টায় বায়তুল মোকাররমে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানিয়েছেন, মসজিদে প্রবেশের সময় সবার হাত স্যানিটাইজ করা হয়েছে। সবাই মাস্ক পরেই এসেছেন। কিন্তু, প্রথম জামাতে মানুষের সংখ্যা বেশি হওয়ায় দূরত্ব তেমন একটা মানা যায়নি।
ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডাসহ বিভিন্ন এলাকার মসজিদে। প্রতিটি মসজিদেই যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা প্রায় সবাই-ই মাস্ক পরে ঈদের নামাজে অংশ নিতে এসেছেন। তবে, মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় কিছু জায়গায় দূরত্ব যথাযথভাবে মানা যায়নি। নামাজ শেষে মোনাজাতে অনেক মসজিদেই করোনামুক্তির জন্যে প্রার্থনা করা হয়।
আরও পড়ুন:
Comments