বার্সা জাভিকে চাইলে বাধা হয়ে দাঁড়াবে না আল-সাদ
আল-সাদের কোচ হিসেবে নতুন চুক্তি করেছেন জাভি হার্নান্দেজ। সে অনুসারে, আরও দুই বছর সেখানে থাকার কথা বার্সেলোনা ও স্পেনের সাবেক এই তারকা ফুটবলারের। তবে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বার্সা তাকে কোচ বানাতে চাইলে আপত্তি তুলবে না কাতারের ক্লাবটি।
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর ২০১৯ সালের জুলাইয়ে আল-সাদের কোচের দায়িত্ব নেন জাভি। গত বছর চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছিলেন তিনি। এবার আরও লম্বা সময়ের জন্য সেখানে থাকতে সম্মত হয়েছেন। গত বুধবার আল-সাদের পক্ষ থেকে এক বিবৃতিতে তার সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
জাভি কোচিং ক্যারিয়ার শুরু করার পর থেকেই তার বার্সেলোনার দায়িত্ব নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। রোনাল্ড কোমানের অধীনে কাতালান ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স বিবর্ণ হওয়ায় তা আরও জোরালো হয়েছিল। তবে আল-সাদের সঙ্গে জাভির চুক্তি নবায়নের খবরে জল্পনা-কল্পনা আপাতত শেষ হওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু মার্কা নতুন করে ঘি ঢেলেছে গুঞ্জনের আগুনে।
স্প্যানিশ গণমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে বলেছে, গত কয়েক সপ্তাহে বার্সেলোনার নতুন সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে জাভির। তাদের আলাপ-আলোচনা সম্পর্কে অবগত আছে আল-সাদ। লাপোর্তা যদি জাভিকে ভবিষ্যতে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেন, তাহলে মাঝে বাধা হয়ে দাঁড়াবে না ক্লাবটির কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে জাভির সঙ্গে মৌখিক সমঝোতাও হয়েছে কাতারের শীর্ষ লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটির।
গত বছরের জানুয়ারিতে জাভিকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেসময় সম্মত হননি তিনি। পরে ৪১ বছর বয়সী এই কিংবদন্তি বলেছিলেন, এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি তৈরি ছিলেন না।
উল্লেখ্য, কোমানের অধীনে চলতি মৌসুমে কোপা দেল রে ঘরে তুললেও স্প্যানিশ লা লিগার শিরোপা বার্সার প্রায় হাতছাড়া হওয়ার পথে। লিগে শেষ সাত ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। কেবল দুই রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে আছে ৪ পয়েন্টে। তাছাড়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ১৬ থেকে ছিটকে গেছে দলটি।
Comments