নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নারায়ণগঞ্জের সদর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে নুরুল আমীন (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মাকে হত্যার অভিযোগে নুরুল আমীনকে আসামি করে বড় ছেলে মো. নিলয় মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকালে উপজেলার পূর্ব নিমাই কাসারী এলাকা থেকে পুলিশ বিবি ফাতেমার (৫০) মরদেহ উদ্ধার করে। ফাতেমা নোয়াখালীর শ্রীপুর গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে।
মশিউর রহমান আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। গত রাতেও নুরুল আমীন ও ফাতেমার মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তার পরে দুই জনই ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ছেলে ফাতেমার রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিলয় বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে নুরুল আমীন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।’
Comments