যশোরে আবার হাসপাতাল থেকে পালিয়েছে ভারতফেরত করোনা রোগী
আবারও ভারতফেরত এক করোনা পজিটিভ রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়েছেন।
ভারতফেরত পলাতক করোনা রোগী ইউনুস আলী গাজী (৩৯) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দণি চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।
হাসপাতালের একাধিক সূত্র জানায়, ইউনুস আলী গতকাল বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারত থেকে ফেরার সময় করোনা পজিটিভ ছিলেন তিনি। জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠালে ভর্তির পরপরই সন্ধ্যায় তিনি পালিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ হাসপাতাল থেকে করোনা রোগী পালানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রোগীকে ফিরিয়ে আনতে অভিযানে নেমেছে।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিচ্ছি।’
গত ২৪ ও ২৫ এপ্রিল এই হাসপাতাল থেকে ভারতফেরত সাত জনসহ মোট ১০ জন করোনা রোগী পালিয়ে যান। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় ২৬ এপ্রিল রাতে তাদের আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ।
সর্বশেষ গত ১০ মে ভারতফেরত সাত করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তারা আদালত থেকে জামিনে মুক্তি পান।
Comments