আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
আলজাজিরা এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
আফগান সরকার ও তালেবানদের মধ্যে ঈদ উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দিনে শাকারদারা জেলায় শুক্রবারের জুমার নামাজ চলাকালে বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।
এই ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে উল্লেখ করে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, মসজিদটির ভেতরে আগেই বিস্ফোরক রাখা ছিল।
আফগানিস্তান জুড়ে চারটি পৃথক ঘটনায় অন্তত ১১ জন নিহত হওয়ার একদিন পরেই এই বিস্ফোরণ সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতির শান্তি বিনষ্ট করেছে।
সাময়িক এই যুদ্ধবিরতির সময় উভয় পক্ষের মধ্যে সরাসরি লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাস্তার পাশে পুতে রাখা বোমায় মারা যাচ্ছেন বেসামরিক মানুষ।
Comments