ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়া ঘাটে ভিড়
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে যানবাহন ও মানুষ পারাপারে ১৬টি ফেরি চলছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেড় শতাধিক যানবাহন ও শতাধিক মানুষকে ফেরির অপেক্ষায় থাকতে দেখা গেছে।
বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঈদের দ্বিতীয় দিনেও ঘাটে উল্লেখযোগ্য যাত্রীদের উপস্থিতি দেখা যাচ্ছে। সকাল থেকে প্রতিটি ফেরি পূর্ণ যাত্রী নিয়ে পার হয়েছে। যেমন ঢাকা থেকে মানুষ বাইরে যাচ্ছে, আবার যারা ঈদ করতে গিয়েছিলেন তারা ফিরেও আসতে শুরু করেছেন। তবে সে সংখ্যা খুব বেশি না।’
পুলিশের মাওয়া ট্রাফিক বিভাগের পরিদর্শক হিলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘ঘাট এলাকায় পারের অপেক্ষায় ১৫০টির মতো যানবাহন রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি।’
Comments