করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই অসীম বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানানো হয়, আজ সকালে কলকাতার মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর। গত এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক জানিয়েছেন, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে অসীম বন্দ্যোপাধ্যায় মারা গেছেন।
Comments