পাবনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার সাঁথিয়ায় গৃহবধূ কানিজ ফাতেমা (২০) কে হত্যার অভিযোগে তার স্বামী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ইছামতি নদী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাকিবুল জিজ্ঞাসাবাদে জানিয়েছে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে ইছামতি নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিলেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ফাতেমা বেড়া পৌর সদরের শম্ভুপুর মহল্লার আব্দুল কাদেরের মেয়ে। ৭/৮ মাস আগে সাঁথিয়া পৌর সদরের ফেছুয়ান মহল্লার চাঁদু শেখের ছেলে রাকিবুলের সঙ্গে তার বিয়ে হয়।

ঈদের দুই সপ্তাহ আগে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে যান রাকিবুল। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফাতেমা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় গতকাল শুক্রবার বেড়া থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। 

এ ঘটনায় গতকাল রাতে স্বামী রাকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আজ সকালে নদীর ক্যানেল থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বেড়া থানায় হত্যা মামলা করেছেন।

 

Comments

The Daily Star  | English

Bridge this year, full benefits not before 2030

The Bangabandhu Railway Bridge over the Jamuna is set to be inaugurated next month, but people will not get the full benefit of it until at least 2030.

5h ago