বাগমারায় বজ্রপাতে ২ তরুণের মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ওই দুই জন হলেন— দুর্গাপুর উপজেলার মাড়িয়া মৃধা পাড়া গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (২৩) ও মৃত সাইদুর ইসলামের ছেলে রনি (২৫)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী।
তিনি জানান, বাবু ও রনিসহ পাঁচ জন আজ সকালে আমের জন্যে বাগমারা উপজেলায় যায়। আনুমানিক দুপুর ২টার দিকে সেখানে আমের কেরেট সাজানোর সময় আকাশে বিদ্যুৎ চমকিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। বাকি তিন জনও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ‘যেহেতু দুই তরুণ বাগমারায় মারা গেছে আর মৃত্যুটাও প্রাকৃতিক, তাই সেহেতু স্থানীয় চেয়ারম্যানের অনুমতিক্রমে তাদের মরদেহ দাফন সম্পূর্ণ করা হবে।
Comments