রোনালদোদের চ্যাম্পিয়ন্স লিগের আশা মিইয়ে যায়নি
নয় হলুদ কার্ড, দুই লাল কার্ড, তিন পেনাল্টিতে ম্যাচটা হয়ে পড়েছিল রেফারি জাম্পাওলো কালভারেসের। ঘটনাবহুল ম্যাচে রোমাঞ্চকর এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা বাঁচিয়ে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস।
শনিবার রাতে সিরি আ’র ম্যাচে এরমধ্যে শিরোপা নিশ্চিত করা ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে টিকে থাকল তাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা।
চলতি মৌসুমে রোনালদোদের যা ফর্ম তাতে চ্যাম্পিয়ন্স লিগ খেলা পড়ে যায় শঙ্কায়। ইন্টারের বিপক্ষে শনিবারের ম্যাচ হারলে আর কোন আশা থাকত না।
ভীষণ গুরুত্বপূর্ণ সেই ম্যাচ ২৪ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। পেনাল্টি কিক গোলরক্ষক প্রথম দফায় ফিরিয়ে দিলে ফিরতি শটে জালের দেখা পান পর্তুগিজ মহাতারকা। সিরি আ’তে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২৯তম গোল।
৩৫ মিনিটে ভিএআর থেকে পেনাল্টি পায় ইন্টার। এবার স্পট কিক থেকে গোল করে সমতা আনেন রোমেলো লুকাকো।
প্রথমার্ধের শেষ দিকে হুয়ান কুয়ারদাদো দুর্দান্ত দূরপাল্লার শটে ফের এগিয়ে নেন জুভেন্টাসকে।
দ্বিতীয়ার্ধে গিয়েই লাল কার্ড পান রদ্রিগো বেন্তাকোর। ১০ জনে পরিণত হওয়া জুভেন্টাসের আশা তখন দোলাচলে। ৭০ মিনিটে রোনালদোকেও উঠিয়ে নেন কোচ আন্দ্রে পিরলো।
৮৪ মিনিটে আত্মঘাতি গোলে ফের সমতায় আসে ইন্টার। চার মিনিট পর কোয়ারদাদোকে বক্সের মধ্যে ফেলে দিলে আরেকটি পেনাল্টি পেয়ে যায় জুভেন্টাস। তা থেকে দলের জয় নিশ্চিত করেন কোয়ারদেদো। খেলার একদম অন্তিম সময়ে গিয়ে ইন্টারের ব্রজোভিচও দ্বিতীয় হলুদ কার্ড থেকে মাঠ ছাড়েন।
এই জয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে চারে থাকল জুভেন্টাস। এসি মিলানের পয়েন্টও ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে তারা এগিয়ে আছে। ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট পাঁচে আছে নাপোলি। এই তিনদলের মধ্যে যেকোনো দুই দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে।
Comments