কুলাউড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ কারাগারে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার রাতে স্থানীয়রা অভিযুক্ত কবিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সেসময় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম ভূঞা দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছেন ঐ কবিরাজ।’
তিনি আরও বলেন, ‘গত রাতেই মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের নির্দেশে তাকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।’
ওই গৃহবধূকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ কয়েকদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি চিকিৎসার আশায় কবিরাজ ডেকেছিলেন।
Comments