পদত্যাগের ৪৫ দিনের মাথায় আবার আ. লীগে থাকার ঘোষণা কাদের মির্জার
আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার ৪৫ দিন পর নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি দলে আছি এবং থাকব।’ আওয়ামী লীগ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন তিনি।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বলেন, ‘আমি পদত্যাগ পত্র কেন্দ্রে পাঠিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পদত্যাগ গ্রহণ করেননি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তাই আমি আওয়ামী লীগে আছি এবং থাকব। আজ বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আওয়ামী লীগে থাকব। যারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ভালোবাসেন; তাদের নীতি আদর্শ অনুসরণ করেন তারাই প্রকৃত আওয়ামী লীগ।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ কাদের মির্জা তার কর্মী-সমর্থকদের ওপর প্রশাসনিক হয়রানি ও নিপীড়নের অভিযোগ তুলে দল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। ফেসবুক লাইভে কাদের মির্জা এই ঘোষণা দিয়েছিলেন। ভবিষ্যৎতে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিজ্ঞার কথাও শুনিয়েছিলেন তিনি।
Comments