মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ রবিবার বিকেলে মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
আহতরা হলেন- মোটরসাইকেলে চালক রাকিব হোসেন (১৮) এবং প্রাইভেটকারের চালক মোস্তাফিজুর রহমান (৪৩)।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। বিকেল চারটার দিকে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকায় প্রাইভেটকারটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী গুরুতর আহত হন। এই ঘটনায় আহত মোটরসাইকেলে চালক রাকিব ও প্রাইভেটকার চালক মোস্তাফিজুর ও পথচারীকে উদ্ধার করে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই অজ্ঞাত ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।’
Comments