সুয়ারেজের লক্ষ্যভেদে লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে অ্যাতলেতিকো

নিজেদের মাঠে ওয়ান্দা মেত্রোপলিতানোতে ২-১ গোলে জিতেছে দিয়েগো সিমিওনের দল।
ছবি: টুইটার

যে লুইস সুয়ারেজকে মৌসুমের শুরুতে ছেড়ে দিয়েছিল বার্সেলোনা, সেই লুইস সুয়ারেজের গোল গড়ে দিল ম্যাচের ভাগ্য। নাটকীয় লড়াইয়ে ওসাসুনাকে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল অ্যাতলেতিকো মাদ্রিদ।

রবিবার রাতে নিজেদের মাঠে ওয়ান্দা মেত্রোপলিতানোতে ২-১ গোলে জিতেছে দিয়েগো সিমিওনের দল। ৭৫তম মিনিটে আন্তে বুদিমিরের গোলে পিছিয়ে পড়েছিল তারা। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ছয় মিনিটের মধ্যে জয় ছিনিয়ে নেয় দলটি। রেনান লোদি ৮২তম মিনিটে লক্ষ্যভেদ করার পর ৮৮তম মিনিটে স্বাগতিকদের উল্লাসে মাতান সুয়ারেজ।

লিগের মাত্র এক রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা অ্যাতলেতিকোর অর্জন ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট। ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তারা অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে জিতেছে ১-০ গোলে। ৭৬ পয়েন্ট নিয়ে লড়াই থেকে ছিটকে গেছে তিনে থাকা বার্সেলোনা। নিজেদের মাঠে তারা ২-১ গোলে হেরেছে সেলতা ভিগোর কাছে।

আসরের শেষ দিনে অ্যাতলেতিকো খেলতে নামবে রিয়াল ভায়াদোলিদের মাঠে। আর রিয়াল নিজেদের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। অ্যাতলেতিকো জিতলে তারাই হবে চ্যাম্পিয়ন। কিন্তু তারা ড্র করলে বা হারলে এবং রিয়াল জিতলে শিরোপা উঠবে জিনাদিন জিদানের শিষ্যদের হাতে।

ধারার বিপরীতে গোল হজম করে বসেছিল অ্যাতলেতিকো। তবে হাল ছেড়ে দেয়নি তারা। গোটা ম্যাচে প্রাধান্য বিস্তার করার ফল দলটি পায় একেবারে শেষ সময়ে। তারা মোট ২৬টি শট নেয়। যার মধ্যে লক্ষ্যে ছিল নয়টি। অন্যদিকে, ওসাসুনার পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।

বদলি লোদি স্বাগতিকদের সমতায় ফেরানোর পর সব আলো কেড়ে নেন সুয়ারেজ। ইয়ান্নিক কারাস্কোর পাসে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জাল কাঁপান অরক্ষিত উরুগুইয়ান স্ট্রাইকার। এরপর জার্সি খুলে তিনি করেন বাঁধভাঙা উদযাপন। বাকিটা সময় আর কোনো বিপদ ঘটতে দেয়নি অ্যাতলেতিকো।

চলতি লিগে সুয়ারেজের গোল সংখ্যা বেড়ে হলো ২০টি। ৩০ গোল নিয়ে বার্সেলোনার লিওনেল মেসি আছেন তালিকার শীর্ষে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোর গোল ২৩টি। ২২ গোল নিয়ে তালিকার তিনে রয়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

1h ago